পাকুন্দিয়া শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৩০ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৯টি মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, পাকুন্দিয়া উপজেলার প্রতিটি দুর্গা মন্দিরের সভাপতি- সাধারণ সম্পাদকগণ, সাংবাদিক ও বিএনপি, জামায়াত, হেফাজতসহ সুধীজন উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার,পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াতৎ হোসেন,উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি পলাশ চন্দ্র সরকার, সেক্রেটারী সুজন দেবনাথ, নাগরিক কমিটির সম্মানিত সদস্যগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দালনের সমন্বয়কগণ, স্থানীয় , স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, এ বছর উপজেলায় মোট ৯ টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে মন্দিরগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে সাজ সজ্জা। সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গা পূজা। পূজা শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য প্রতিটি মন্দিরে আনসার সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। এছাড়াও পুলিশ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
Leave a Reply