শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৭ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ময়মনসিংহ ডি এস কামিল মাদ্রাসায় দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আসাদুজ্জামান সোহেল।
ময়মনসিংহ অঞ্চল পরিচালক এডভোকেট আলমগীর হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, নেত্রকোনা জেলা সভাপতি কামাল উদ্দিন, ময়মনসিংহ মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালিউল্লাহ মুজাহিদ, কিশোরগঞ্জ জেলা সভাপতি খালিদ হাসান জুম্মনসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।
Leave a Reply