বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কিশোরগঞ্জ ও বিভিন্ন স্থানের চিকিৎসাধীন আহতদের আর্থিক ও চিকিৎসা সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন বন্ধু আড্ডা চ্যারিটির প্রতিষ্ঠাতা সঞ্চালক ভিপি ওয়ালী উল্লাহ রাব্বানী।
সোমবার, ১৯ অগাস্ট তিনি পুলিশের গুলিতে আহত মো. নাদিমকে দেখতে পঙ্গু হাসপাতালে যান। এসময় তিনি আহত নাদিমের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। নাদিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হয়েছিলেন।
পুলিশের গুলিতে আহত নাদিম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে।
এসময় রাব্বানী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরো বেশ কয়েকজনকে সহায়তা প্রদান করেন।
Leave a Reply