নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক কয়েদি নবী হোসেন (৪৮) কে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক টিম।
শনিবার, ২৭ জুলাই ভোর ৬ টায় ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার কয়েদি নবী হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নবী হোসেন (৪৮) ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গত ১৯ জুলাই সারা দেশে সাধারণ ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে দুষ্কৃতিকারীদের দ্বারা হামলার ঘটনা ঘটে এবং ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। এ ঘটনায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প তার আওতাধীন এলাকায় পলাতক কয়েদিদের অবস্থান সনাক্তকরণ ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। নবী হোসেন গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া ৮২৬ জন কয়েদিদের একজন।
র্যাব আরো জানায়,আটক আসামিকে নরসিংদী জেলার বেলাবো থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply