কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত নোয়াপাড়া এলাকার প্রতিবন্ধী যুবক মো. জুয়েল মিয়ার (৩০) সন্ধান চায় তার পরিবার। তিনি জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী।
ছেলেটির বাবা চৌদ্দশত ইউপির সাবেক সদস্য মোমেদ আলী জানান, গত ১৩ জুলাই বেলা অনুমান ৩টার দিকে তার ছেলে প্রতিবন্ধী জুয়েল মিয়া চৌদ্দশত বোর্ড বাজার এলাকা থেকে কাউকে কিছু না বলে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে নানা স্থানে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।
তার সন্ধান চেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছে তার পরিবার।
যদি কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৭০৭-০৯১৯৫৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ছেলেটির বাবা মোমেদ আলী।
Leave a Reply