ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার, ২৩ জুন সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
বিকেলে স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।
সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা-আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম হারুন-অর-রশিদ, সাফায়াত হোসেন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম, সদস্য জুবের আলম কবীর রুপক, কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান, জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply