কিশোরগঞ্জের মিঠামইনে মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণির ৪৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ৬ লাখ ২ হাজার টাকার চেক বিতরণ করেছে বেসরকারী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
মঙ্গলবার, ১১ জুন বেলা ১১টায় মিঠাইন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুজ্জামান ভূঞা ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল।
অনুষ্ঠানে দুই উপজেলার এইচএসসি পর্যায়ের ৮ জন শিক্ষার্থীকে ২৪ হাজার করে মোট ১ লাখ ৯২ হাজার টাকা, এসএসসি পর্যায়ের ২১ জন শিক্ষার্থীকে ১২ হাজার করে মোট ২ লাখ ৫২ হাজার টাকা, জেএসসি পর্যায়ের ৭ জন শিক্ষার্থীকে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা, পিএসসি পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে ৮ হাজার করে মোট ৮৮ হাজার টাকাসহ মোট ৪৭ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, ডিএসকে’র পিপিইপিপি-ইইউ মিঠামইন প্রকল্পের টিও-সিএম মো. আমিনুল হক।
Leave a Reply