কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী এ এফ মাশুক নাজিম। তিনি পেয়েছেন ৪২ হাজার ৫৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭০৬ ভোট।
মঙ্গলবার, ২১ মে রাত ১১ টায় উপজেলা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা:দিলশাদ জাহান।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম বলেন,নিকলী,কটিয়াদি ও অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।
নবনির্বাচিত অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এফ মাশুক নাজিম এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় কটিয়াদি উপজেলাবাসীর বিজয়।আমি সকল ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী,অষ্টগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৬ হাজার ২৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৯৯৭ জন। মহিলা ভোটার ৬৫ হাজার ২৯৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট কেন্দ্র ৫৫ টি।
Leave a Reply