তীব্র গরমে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা ও পৌর ছাত্রদল এর উদ্যোগে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়।
বুধবার,১ মে দিনব্যাপী উপজেলার নতুন বাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শরবত ও ঠাণ্ডা পানীয় বিতরণ অনুষ্ঠানে পৌর ছাত্রদলের সদস্য সচিব মো.রিমন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম,জেলা ছাত্রদলের সহ সভাপতি জিয়াউর রহমান লিমন, উপজেলা যুবদল নেতা উজ্জ্বল মিয়া, পৌর ছাত্রদল এর জৈষ্ঠ্য সদস্য বিল্লাল হোসেন, উপজেলা নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সজিব মিয়া, উপজেলা যুবদল নেতা আবু সালে রাজন, উপজেলা নবীন দলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রিয়াদ, পৌর নবীন দলের সভাপতি সাখাওয়াত হোসেন ইমন,পৌর নবীন দলের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, পৌর নবীন দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বাবু, ৩নং ওয়ার্ড ছাত্রদল এর সাধারণ সম্পাদক আইয়ান আহমেদ সাব্বির, ২নং ওয়ার্ড ছাত্রদল এর সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ রকি,ছাত্রদল নেতা রিফাত, তোফাজ্জল, আনিস,বিল্লাল,ইমরান প্রমূখ।
এ সময় পথচারী, রিকশাচালক সহ বিভিন্ন পেশার মানুষকে ঠাণ্ডা পানীয় ও শরবত খাওয়ানো হয়।
Leave a Reply