কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের উপদেষ্টা শিল্পপতি আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ ।
সোমবার, ২২এপ্রিল দুপুরে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন সন্মানিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির ও ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে রেখেছি । সেহেতু আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে পাকুন্দিয়া উপজেলার আইন শৃঙ্খলা, শান্তির বিষয়টি মুখ্য সেহেতু বৃহত্তর স্বার্থে আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।
Leave a Reply