কিশোরগঞ্জের তাড়াইলের দিগদাইড় ইউনিয়নের কোবাদিয়া গ্রামের রবিদাস(মুচি) সম্প্রদায়ের শ্মশানের ভূমি দখল করে নিয়েছেন প্রতিবেশি সদর ইউনিয়নের পংপাচিহা গ্রামের প্রভাবশালী সাইফুল ঠাকুর গং। এরকম একটি অভিযোগ গতকাল বুধবার থানায় দাখিল করেন রবিদাস সম্প্রদায়ের টিমল রবিদাস।অভিযোগ পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে সরেজমিনে দখলকৃত ভূমি উদ্ধার করে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
বৃহস্পতিবার, ২১মার্চ দুপুর ২টায় প্রতিপক্ষ সাইফুল ইসলাম গং বিতর্কিত ভূমির যাবতীয় কাগজপত্র নিজেদের দাবী করে তাড়াইল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তারা দাবী করেন শ্নশানের ভূমি তাদের নিজেদের সম্পত্তি।
যদিও রবিদাস সম্প্রদায় যুগ যুগ ধরে শ্নশানটি নিজেদের সমাপ্রদায়ের লোকজনের সৎকারের কাজে ব্যবহার করে আসছেন।
Leave a Reply