‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন হয়।
রবিবার,১০ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ ফরিদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মনসুর, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ সজল, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এহসানুল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ।
Leave a Reply