1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

করিমগঞ্জ  ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনাসভা 

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে করিমগঞ্জে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার,৭ মার্চ বিকাল সাড়ে ৫ টায় মরিচখালী বাজারের সনজিল মার্কেটের সামনের আয়োজিত এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুন্নবী বাদল।

করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় মহান মুক্তিযুদ্ধ ও কাঙ্ক্ষিত বিজয় অর্জনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা:মাহবুব ইকবাল,করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য মিজানুর রহমান, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন,সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আতাউর রহমান,কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আসকর খোকন,কিরাটন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,নোয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বাবুল,দেহুন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন,নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান আ:হেলিম,সাধারণ সম্পাদক ফারুক মিয়া,গুজাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ,গুনধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল,বারঘড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন,জয়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী,গুনধর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম খান,গুনধর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুর রউফ,প্রমুখ।

এসময় সুতারপাড়া ইউপির চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া,করিমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান চাঁন মিয়া,করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল হান্নান বাবুল,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আলতাব হোসেন সরকার, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন খান,বারঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন মিয়াসহ গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা আলোচনাসভায় উপস্থিত ছিলেন।

আলোচনসভা সঞ্চালনা করেন কিরাটন ইউপির সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ ও করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহরাব উদ্দিন খায়েস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং