কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মিষ্টু মিয়া(৪৩) ভৈরব উপজেলার ভবানীপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
সোমবার, ১৯ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলার ভবানিপুর পশ্চিমপাড়া গ্রামের বাচ্চু তালুকদারের বাড়ি থেকে ১৮ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে জানিয়েছেন র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।
Leave a Reply