1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে পরিবহণ চাঁদাবাজীর অভিযোগে চারজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পরিবহণ চাঁদাবাজীর সাথে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

গ্রেফতার চারজনের মধ্যে মো. কাঞ্চন(৫৯)কিশোরগঞ্জ শহরের বত্রিশ মণিপুরঘাট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে, মো. মহির উদ্দিন ওরফে স্বপন দাস(৪৮) শহরের বয়লা এলাকার রাজ কুমার দাসের ছেলে, অনিক সাহা(১৯) শহরের আমলিতলা শ্নশান ঘাট এলাকার দীপক সাহার ছেলে ও মিজান ভূইয়া(২৭) একই এলাকার ওমর ফারুকের ছেলে।

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে চাঁদা আদায়ের নগদ ৮ হাজার ১০ টাকা ও চাঁদবাজীর কাজে ব্যবহৃত ৪টি মোবাইল এবং চাঁদা আদায়ের ২৪৪টি  রশিদসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতার আসামিগণ দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদাবাজি কর্মকাণ্ড করে আসছিলেন মর্মে স্বীকার করেন। চাঁদাবাজদের বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতে  অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং