1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০১ মে ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে
রাত ১২টা ১ মিনিটে কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ

 

দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি এবং যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

কিশোরগঞ্জ:

আমাদের চিফ রিপোর্টার আশরাফুল ইসলাম তুষার জানান, যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, জেলা প্রশাসক  মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,জেলা আওয়ামী লীগ, বিএনপি,জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ,কিশোরগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনতা।

সবশেষে শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান।

দিনের কর্মসূচির মধ্যে রযেছে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-প্রার্থনা, প্রভাত ফেরি, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মননা প্রদান, আমার মাতৃভাষা শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজন। 

১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগ করেন ভাষা শহিদরা। দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ ছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে দিনটি।

ইটনা:

আমাদের ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।  

বুধবার, ২১ ফেব্রুয়ারি সূর্যদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি বেসরকারি স্বায়িত্ব শাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোরে ইটনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাতফেরি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানি শহিদ মিনারে প্রথমে পুষ্প স্তবক অর্পণ করেন।

পরে মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, হাসপাতাল, এনজিও কর্মী, স্থানীয় সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিগণ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন ইটনার আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

ইটনা উপজেলা পরিষদের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

করিমগঞ্জ: 

আমাদের করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি দিলোয়ার হোসাইন নানক জানান,কিশোরগঞ্জের করিমগঞ্জে যথাযথ মর্যাদায়  মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। করিমগঞ্জে ভাষা সৈনিক বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রাত বারোটার আগেই করিমগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ।

বুধবার, ২১ ফেব্রুয়ারি  রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক  অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুন, করিমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:হান্নান মোল্লা,করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলী,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মিজানুর রহমান, সহকারী কমিশনার( ভূমি) মাহমুদা বেগম সাথী,করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদ,একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা, ও বীর মুক্তিযোদ্ধাগণ।

এছাড়াও শ্রদ্ধা জানান,করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

করিমগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

পাকুন্দিয়া:

আমাদের পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি এম এ হান্নান জানান, কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় মধ্যেরাতে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার, রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যাক্ষ কফিল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু  পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরে আলম, পাকুন্দিয়া থানার ওসি  মো. আসাদুজ্জামান টিটু,  পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার লোকজনের পক্ষ থেকে পাকুন্দিয়া সরকারি কলেজে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ভাষা আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি ভোরে খালি পায়ে প্রভাতফেরি নিয়ে স্থানীয় শহিদমিনারগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সংগঠনের পক্ষ থেকে ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পাকুন্দিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টি:

আমাদের প্রতিনিধি দিলোয়ার হোসাইন নানক জানান,মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার, ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি নিয়ে শহরের গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা।

এসময় কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু,সহ সভাপতি বীর  মুক্তি যোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী এনায়েতুর রহমান,সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনুপম দেবনাথ,গণতন্ত্রী পার্টির নারী  নেত্রী বিলকিস বেগম রোজী,গণতন্ত্রী পার্টি নেতা  অ্যাডভোকেট সুদীপ্ত সাহা দ্বীপ ,গণতন্ত্রী পার্টি নেতা অ্যাডভোকেট শান্তনু সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা শাখার নেতৃবৃন্দ

এলজিইডি, কিশোরগঞ্জ:

আমাদের চিফ রিপোর্টার আশরাফুল ইসলাম তুষার জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো:আমিরুল ইসলাম,সিনিয়র সহকারি প্রকৌশলী রাশেদুল আলমসহ অন্যান্যরা।

বুধবার, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।পুষ্পস্তবক অর্পণের পর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগ করেন ভাষাশহীদরা। দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ ছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে দিনটি।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

চৌদ্দশত উচ্চ বিদ্যালয়:

আমাদের পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ সদর  উপজেলার চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার, ২১ ফেব্রুয়ারি ভোরে বিদ্যালয়ের উদ্যোগে প্রভাতফেরির মাধ্যমে বিদ্যালয় মাঠে স্থাপিত শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান, চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী শিক্ষক মাজহারুল আলম ভূইয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে শহিদমিনারে পুষ্প নিবেদন

নান্দাইল:
আমাদের নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান,  ময়মনসিংহের নান্দাইলে কোমলমতি শিশু-কিশোররা অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে শহিদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বুধবার, ২১ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারস্থ শিশু মেলা কিন্ডারগার্টেনের কোমলমতি শিশু-কিশোর ছাত্র-ছাত্রীরা এ শ্রদ্ধা নিবেদন করে।
শিশু মেলা কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক মো. আনোয়ার কামাল রূপনের আয়োজনে সকালে জাতীয় পতাকা অর্ধনিমিত্তকরণের পর প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরীটি  কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে নান্দাইল রোড বাজারের বিভিন্ন গলি হয়ে তাড়াইল-নান্দাইল সড়ক প্রদক্ষিণ করে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুটি শহীদ মিনারে গিয়ে শেষ করে। এসময় কিন্ডারগার্টেনের কোমলমতি শিশু-কিশোর ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর শিশু মেলা কিন্ডারগার্টেনের সভাপতি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বাবুলের সভপতিত্বে শহিদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রভাত ফেরী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম রিপন, মো. আব্দুর রহমান সবুজ, নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ফয়জুন্নেসা রেবা, কিন্ডারগার্টেনের অভিভাবক সদস্য আজহারুল ইসলাম হীরা, সাংবাদিক শাহজাহান ফকির,  কিন্ডারগার্টেনের শিক্ষক হালিমাতুস সাদিয়া উষা, কামরুন্নাহার লিপি, সাবিকুন আক্তার জুলফা, হাফসা আক্তার স্মৃতি, আনোয়ারা আক্তার শিউলী,স্বপ্না আক্তার, লাবনি প্রমুখ।

এসময় কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।নান্দাইলে কোমলমতি শিশু-কিশোরদের প্রভাতফেরী

ত্রিশাল:

আমাদের স্টাফ রিপোর্টার, ত্রিশাল  মো. মনির হোসেন জানান, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

ত্রিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে তিনটি গ্রুপে যথা ‘ক’ ‘খ’ ও ‘গ’ ক্যাটাগড়িতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় হল পরিদর্শন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

শহিদ দিবস উপলক্ষ্যে ত্রিশালে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থগণ

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুজ্জামান রানা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সম্মানিত সদস্য ফয়জুর রহমান ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং