1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের রোগিদের আর ঢাকায় যেতে হবে না: সৈয়দ নজরুল মেডিকেলে স্বাস্থ্য সচিব

রায়হান জামান।।
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের কোনো রোগিকে যেন চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে না হয় এ বিষয়ে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।  কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, আমরা সম্মিলিতভাবে তা করব।

শনিবার, ১১ অক্টোবর দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. সাইদুর রহমান বলেন, হাসপাতালের সক্ষমতা বাড়াতে প্রথম ধাপে পাঁচ বেডের আইসিইউ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) স্থাপনেও কাজ চলছে।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম এবং মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলামস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং