1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মশালায় বাদ পড়েছেন বেশীর ভাগ সাংবাদিক, প্রচারে ঘাটতি, সাংবাদিকদের ক্ষোভ

নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ইউনিসেফের আর্থিক সহায়তায় ও জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের Consultation Workshop ঘিরে দেখা দিয়েছে তীব্র প্রশ্ন আর ক্ষোভ। সরকারি অর্থে আয়োজন হলেও প্রচারে ঘাটতি আর নির্বাচিত কিছু সাংবাদিককে আমন্ত্রণের অভিযোগে সরব স্থানীয় সাংবাদিক সমাজ।

প্রচারে ব্যর্থতা, প্রশ্নের ঝড়: গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।

শিশুর টিকাদান কর্মসূচির সাফল্য তুলে ধরা হলেও, উপস্থিত সাংবাদিক ও অংশগ্রহণকারীরা অভিযোগ তোলেন— এসব কর্মশালা এখন রুটিনমাফিক অনুষ্ঠান ছাড়া আর কিছু নয়। মাঠপর্যায়ে এর বাস্তব কোনো প্রভাব দেখা যাচ্ছে না।

“তথ্য নয়, ফরমালিটি” — সাংবাদিকদের অভিযোগ: একাধিক স্থানীয় সাংবাদিকের অভিযোগ, একই বিষয়ের ওপর বছরজুড়ে সেমিনার ও কর্মশালা হলেও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখনো টিকা সংকট ও সেবা জটিলতা রয়ে গেছে।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রচার বাড়ানোর নামে সরকারি টাকায় অনুষ্ঠান হয়, কিন্তু মাঠে কাজের প্রভাব নেই। কিছু সাংবাদিককে ডেকে বাকিদের বাদ দেওয়া হয়। তথ্যের বদলে ফরমালিটি আর ছবিই বড় হয়ে ওঠে।”

উপকারভোগী কারা?” — উঠছে জনমনে প্রশ্ন: স্থানীয় মহলে এখন প্রশ্ন— সরকারি অর্থে আয়োজন করা এসব অনুষ্ঠানের আসল উপকারভোগী আসলে কারা?

বিশ্লেষকরা বলছেন, উন্নয়নমূলক প্রচারণা সফল করতে হলে শুধু সেমিনার নয়, বাস্তব সমস্যার সমাধান ও মাঠপর্যায়ের নজরদারি বাড়ানোই জরুরি। জনগণের জীবনে প্রভাব ফেলতে পারে এমন উদ্যোগই এখন সময়ের দাবি।

জেলা তথ্য অফিসের ব্যাখ্যা: এ বিষয়ে জেলা তথ্য অফিসার মো. সাইফুল আলম বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল প্রচার বাড়ানো। জেলা প্রশাসকের দেয়া তালিকা অনুযায়ী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রচার আশানুরূপ হয়নি— এটা স্বীকার করছি। ভবিষ্যতে যারা বাদ পড়েছেন, তাদের যুক্ত করা হবে।”

জেলা প্রশাসকের নীরবতা: এ বিষয়ে মন্তব্য জানতে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং