1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

মাদকমুক্ত অষ্টগ্রামের পথে ওয়ার্ড ভিত্তিক উদ্যোগ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

অষ্টগ্রাম উপজেলার  সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে স্থানীয় জনগণের উদ্যোগে মাদক নির্মূল ও প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৭ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সোহেন রানা।

 সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মো. শহীদুল হক, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাছান বাবু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও জনগণের একযোগে দায়িত্ব পালন অপরিহার্য। শুধুমাত্র প্রশাসনের একার প্রচেষ্টায় এই সমস্যা সমাধান সম্ভব নয়।”

সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক বলেন, “অষ্টগ্রামকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা সচেষ্ট। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, “আমরা চাই অষ্টগ্রাম হোক নিরাপদ ও মাদকমুক্ত। এজন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।”

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন বলেন, “মাদক কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সামাজিক সমস্যা। তাই দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

এছাড়া উপস্থিত এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং “মাদকমুক্ত অষ্টগ্রাম গড়তে আমরা একসাথে” এই শ্লোগান নিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়।

এ বিভিন্ন সময় ওয়ার্ডের সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং