
চাকরির গ্রেড উন্নয়ন, পদমর্যাদা সংশোধনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলা শাখার সদস্যরা।
রবিবার, ৫ অক্টোবর সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. হাসান ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের টিকাদান কর্মসূচির সাফল্যের পেছনে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজের যথাযথ স্বীকৃতি তাঁরা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে তাঁদের চাকরির গ্রেড ১৬তমেই রয়ে গেছে, যা অত্যন্ত বৈষম্যমূলক । এক দশকেরও বেশি সময় ধরে চাকরিতে থেকেও তাঁরা গ্রেড উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
Leave a Reply