
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মধ্যে রাতে দরজা ভেঙে স্বামী-স্ত্রীকে অজ্ঞান করে ৫ ভরি স্বর্ণসহ ১৫ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাত দল।
বুধবার, ১ অক্টোবর গভীর রাতে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া সহরুল্লাহ বাড়িতে এঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর অসুস্থ্য হয়েছেন বাড়ির মালিক শামিম ও তার স্ত্রী ।
স্থানীয়রা জানান, রাত ১টার পরে ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে জানালা এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মুখে চেতনানাশ স্প্রে করে অজ্ঞান করে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ সব মালামাল লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক ব্যবসায়ী শামিম মিয়া বলেন, ‘রাত ১টার পরে আমরা ঘুমিয়ে পড়ার পর ডাকাত দল আমাদেরকে চেতনা নাশক ঔষধ স্প্রে করে আমাদেরকে অজ্ঞান করে। তারা আলমারি ভেঙে ৫ লাখ টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে যায়। আমার দীর্ঘদিনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতরা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বিডিচ্যানেলফোরকে বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply