
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ২১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে বশির মিয়া (৩৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাশানি মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাফ ভূইয়ার ছেলে ও শাহিন (৩০) একই জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়া গ্রামের সফি মিয়ার ছেলে।
মঙ্গলবার, ৮ এপ্রিল বেলা পৌনে ১১ টার দিকে ভৈরব পৌরসভার নিউটাউন সিঁড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের আভিযানিক দলটি ভৈরব পৌরসভার নিউটাউন সিঁড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মাদক পরিবহনকাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়।
এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply