
কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্টের মাধ্যমে মোটর সাইকেল চালক ও ফুটপাট ব্যবসায়ীদের সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার, ৮ এপ্রিল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।
জানা গেছে, এদিন বিকেলে হোসেনপুর পৌরসভা বাজার, হাসপাতাল মোড় ও হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এ্যান্ড কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে যানজট নিরসনে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৯ টি মামলায় বাইকার ও ব্যবসায়ীদের সাড়ে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করে বিডিচ্যানেলফোরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান জানান,প্রশাসনের উদ্যোগে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply