
নেত্রকোনার মদন উপজেলার অটোচালক জসিম উদ্দিন ওরফে কালা মিয়া হত্যার দায়ে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব-১ উত্তরা ক্যাম্পের সহযোগিতায় র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. ওজিবুর রহমান (৩২) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার চাড়িয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
মঙ্গলবার, ৮ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজধানী ভাটারা থানার কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলার বিবরণে জানা যায়, মৃত জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫) প্রতিদিন রাত্রি বেলায় কেন্দুয়া উপজেলা শহরসহ আশপাশের এলাকায় ভাড়ায় অটোরিক্সা চালায় জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন গত ২০২৪ সালের ২৫ অক্টোবর রাত অনুমান সাড়ে ৮টায় ভিকটিম কালা মিয়া (৪৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরের দিন ২৬ অক্টোবর সকাল বেলায় ভিকটিম বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। ওইদিন দুপুর অনুমান ১ টার দিকে ভিকটিমের পরিবারের লোকজন জানতে পারে যে, ভিকটিমের ব্যবহৃত অটোরিক্সাটি মদন উপজেলার বারড়ী বাজারে পড়ে আছে। সংবাদ পাওয়ার পর বাদি বারড়ী বাজারে গিয়ে অটোরিক্সাটি সনাক্ত করে এবং তার ভাইয়ের মরদেহ মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী টু বটতলা সড়কের পাঁচহার বড়বাড়ী এলাকার পাকা রাস্তার পাশে পড়ে আছে মর্মে জানতে পারে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. ইউনুছ খান (৪৬) বাদি হয়ে নেত্রকোণা জেলার মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পর থেকে র্যাব ঘটনার রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে সন্ধিগ্ধ আসামি হিসেবে ওজিবুর রহমানকে রাজধানী থেকে গ্রেফতার করে।
গ্রেফতার আসাসিকে নেত্রকোনা জেলার মদন থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply