
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার, ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর এলাকায় সড়কে অপর একটি ট্রাকের তাদের ট্রাকের সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত মাসুদ মিয়া (২৭) করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের পশ্চিম খয়রত গ্রামের রসুল মিয়ার ছেলে পেশায় ট্রাকের হেলপার।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, রবিবার, ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর এলাকায় সড়কে একটি ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা হেলপার মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মাসুদ মিয়ার মরদেহ শনাক্ত করে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আফজাল হোসাইন বিডিচ্যানেলফোরকে জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং দুর্ঘটনায় জড়িত অপর ট্রাকটি শনাক্ত করার জন্য তদন্ত শুরু হয়েছে।
Leave a Reply