
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন উত্তর আশতকা পঞ্চাবাড়ী এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।
আত্মহত্যার চেষ্টাকারী যুবক হাদিস মিয়া (৩৫) উপজেলার উত্তর আশতকা গ্রামের মজলু মিয়া ছেলে। তিনি পেশায় একজন একজন ভ্যানগাড়ী দিয়ে ফল বিক্রেতা।
শনিবার,২৯ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়ির গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদিস মিয়া গাছের সঙ্গে ঝুলতে দেখে লোকজন গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,দুই ছেলে সন্তান রেখে স্ত্রী চলে যাওয়া কারণে ক্ষিপ্ত হয়ে বাড়ির বাইরে এসে গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন ওই যুবক।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন,এক যুবক আত্নহত্যার চেষ্টা করেছিলেন।তাঁকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply