
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলা এজহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে একটি আভিযানিক দল।
গ্রেফতার মো, হাদিউল ইসলাম (৪৫) পাকুন্দিয়া এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে।
মঙ্গলবার, ২৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার হোসেন্দি নামাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক)।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply