করিমগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো:সিদ্দিক উল্লাহ। এর আগে তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে করিমগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ মো:আবদুল হককে ওএসডি করা হয়েছে।
রবিবার,১৬ মার্চ বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২)মো:মাহবুব আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক মো:সিদ্দিক উল্লাহ ২০ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখে বিকেলে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। তিনি আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Leave a Reply