কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে মোবাইল ও ছাগল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একাধিক আভিযানিক দল।
গ্রেফতার ৪ জনের মধ্যে মোবাইল চক্রের সদস্য মো. সুমন (২২), কিশোরগঞ্জ শহরতলীর বগাদিয়া এলাকার আ. আজিজের ছেলে। গ্রেফতার অপর তিনজনের মধ্যে মো. ফারুক মিয়া (২২) করিমগঞ্জ উপজেলার কুমরিয়া এলাকার মো. কাজল মিয়ার ছেলে, মো. সাকিব (১৯) একই উপজেলার সিধলারপাড় এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে ও মো. সিফাত (১৯) উত্তর মনসন্তোষ এলাকার মো. ফয়সালের ছেলে।
বুধবার, ১২ মার্চ দুপুর দেড়টার দিকে মোবাইল চোরচক্রের সদস্য মো. সুমনকে শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
একইদিন বিকেল ৪টার কিছু আগে রশিদাবাদ ইউনিয়নের পৌর কবরস্থান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বাকি ৩জনকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ থানায় মামলা হয়েছে।
Leave a Reply