কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৮ মার্চ সন্ধ্যায় জামায়াতে ইসলামী চন্ডিপাশা ইউনিয়নে ৫নং ৬নং ওয়ার্ড শাখার আয়োজনে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আজিজ সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন ও ৫ ওয়ার্ড সভাপতি কায়সার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা আজিজুল হক , বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. নাজমুল ইসলাম, (কিশোরগঞ্জ-২কটিয়াদী পাকুন্দিয়া ) মনোনীত প্রার্থী মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়ল।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল জব্বার, চন্ডিপাশা ইউনিয়নে জামায়াতের সভাপতি নুরুল্লাহ আনসারী, সহ-সভাপতি লুৎফুর রহমান , সেক্রেটারি মাওলানা মো. ইলিয়াস হোসাইনসহ চন্ডিপাশা ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তরা মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও শিক্ষাসহ যাকাত ও ফিতরা আদায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply