পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সারাদেশের মত কিশোরগঞ্জেও চলছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম।
বুধবার, ৫ মার্চ বিকেলে শহরের পুরানথানা মোড়ে দেখা গেছে টিসিবির এই ট্রাক সেল কার্যক্রম।
ট্রাক সেল কার্যক্রম সমন্বয়কারী উপসহকারী কৃষি অফিসার মাহবুবুর রহমান বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রমজান মাসে ৪৫০ টাকায় দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা বিক্রি করা হচ্ছে।
ট্রাকসেল থেকে কম দামে পণ্য নিতে আসা একজনেএকজন নিন্মবিত্ত ক্রেতা আনন্দের সাথে বিডিচ্যানেলফোরকে বলেন, টিসিবির এই কার্যক্রম রমজানে আমাদের স্বস্থি এনে দিবে বলে আমরা সাধারণ মানুষজন আশাবাদী।
Leave a Reply