কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়।এখন চলছে গণনার কাজ।
বুধবার, ৫ মার্চ জেলা আইনজীবী সমিতির ভবনের নিচতলায় সকল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ চলে।
২০২৫-২৬ মেয়াদের এ নির্বাচনে এবার ১৪টি পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ ও সতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন। অন্যান্য পদের মধ্যে সহ- সভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুর রাশিদ ভূঞা, অ্যাডভোকেট মুফতী মো. জাকির খান ও অ্যাডভোকেট মো. মানিক, সহ- সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাদিরা সুলতানা সোমা, অ্যাডভোকেট মো. মাসুদ মিয়া, শাহিনুর কলি,সুকান্ত সাহা খোকা, অডিটর পদে অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক মিলন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আনোয়ার জাহান ভূঞা লিংকন ও অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট এ এম ছাজ্জাদুল হক ও অ্যাডভোকেট মো. জাকির হোসেন রাসেল।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান।
নির্বাচনে ৬০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর দিনের আইনজীবী সমিতির নেতা নির্বাচিত করবেন।
Leave a Reply