1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলে করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিশাল মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার ব্রিজ সংলগ্ন  চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় মেয়ে শিক্ষার্থীরা ধর্ষণ-ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন  নিয়ে বিক্ষোভে অংশ নেয়।

মিছিলে শিক্ষার্থী ‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুণ পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল।

এ সময় শিক্ষার্থীরা বলেন, গত কিছুদিন যাবৎ দেশের অধিকাংশ জায়গায় মা-বোনেরা ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু ধর্ষককে গ্রেফতারে প্রশাসনের কোনো তৎপরতা এখন পর্যন্ত নেই। গত ১৯ তারিখ তাড়াইলে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে, এখনও আসামি গ্রেফতার হয়নি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত দোষীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং