কিশোরগঞ্জের করিমগঞ্জে মশার কামড়ে অতিষ্ঠ মানুষ। বাসাবাড়ি,দোকানপাট,স্কুল -কলেজ,মাদরাসা,অফিস সর্বত্রই মশার বিরামহীন উপদ্রব। কিউলেক্স মশার সঙ্গে রয়েছে এডিস মশাও। বর্তমানে ভয়াবহ এ পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কারোও কোনো খেয়াল নেই। এ কারণে ক্ষুদ্ধ করিমগঞ্জ উপজেলাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েল জ্বালিয়ে,মশারি টাঙ্গিয়ে মশার উপদ্রব থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন করিমগঞ্জ উপজেলার বাসিন্দারা।কিন্তু তাতেও কাজ হচ্ছে না।কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই মশার কামড়ের যন্ত্রণা সইতে হতে হচ্ছে মানুষকে।
Leave a Reply