ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল করার প্রস্তুতি নিলে পদবঞ্চিতদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে একজনকে।
রবিবার, ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ময়মনসিংহ টু কিশোরগঞ্জের চামটা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
অপর দিকে প্রতিবাদ মিছিলের জন্য পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা কানুরামপুর বাজারে অবস্থান করছিল। এক পর্যায়ে বিকাল সাড়ে ৪ টার দিকে কানুরামপুর বাজার পশ্চিম পাশ থেকে আহ্বায়ক কমিটির আনন্দ মিছিলটি চামটা বাজারের দিকে আসতে থাকলে পূর্ব থেকে অবস্থান নেয়া পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ৩টি মোটরসাইকেল ভাংচুরসহ ইটপাটকেল ছুড়াছুড়ি হয়। তাৎক্ষনিক খবর পেয়ে
যৌথবাহিনীর পেট্রোল টিম ও নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চামটা বাজারে অবস্থানকারী আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও সমর্থকরা বিকেল ৫টায় আনন্দ মিছিল নিয়ে মাজার বাসস্ট্যান্ড হয়ে মোয়াজ্জেমপুর সাহেব বাড়ির দিকে চলে যায়।
এ সময় যৌথবাহিনী মাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে রাম দা সহ আশরাফ আলী (২২) নামে এক যুবককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ বিডিচ্যানেলফোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোয়াজ্জেমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর পেট্টোল টিম কাজ করছিল। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply