কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতির পদ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আয়োজিত সভা পণ্ড হয়ে গেছে। হয়েছে চেয়ার ছুড়াছুড়ি ।
শনিবার, ১৫ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চন্ডিপাশা ৩নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ১৩৮ নং চন্ডিপাশা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদপ্রার্থী শেখ আসাদ ও গোলাপ মিয়ার সমর্থকদের মাঝে চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটে। এতে অন্তত ৬/৭ জন আহত হন। গুরতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার বিকেলে ইউনিয়নের চন্ডিপাশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা ডাকে ইউনিয়ন বিএনপি। সভা চলাকালে ওয়ার্ডের দুই সভাপতি প্রার্থীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষই চেয়ার দিয়ে অন্য পক্ষের লোকজনকে আঘাত করে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বদরুল আলম বলেন, অনেক নেতাকর্মী আহত হয়েছেন। সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। হাসপাতালে খোঁজ নিলে বলতে পারবো কয়জন আহত হয়েছেন।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, চন্ডিপাসা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের দুই সভাপতির প্রার্থীর সমার্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply