ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি-বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’ এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৫ ফেব্রুয়ারি বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি ইহতেশাম বিল্লাহ আজিজী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি জোবায়ের আহমেদ, জেলা উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, সংগঠনের জেলা সেক্রেটারি মুহাম্মদ রুকন উদ্দিন।
বক্তারা বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে, সংখ্যানুপাতিক নির্বাচনে ব্যবস্থা চালু করতে হবে, আগামী নির্বাচনে ভোটচোরদের প্রতিহত করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২৫- ২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন, সহ-সভাপতি মোহাম্মদ ইমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়।
Leave a Reply