1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ র‌্যালি

রায়হান জামান, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় আনন্দ র‌্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সোমবার, ১০ ফেব্রুয়ারি দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান আখড়া বাজার, গৌরাঙ্গ বাজার, কালীবাড়ি মোড় হয়ে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে র‌্যালি। এর আগে দুপুর ১২টার দিকে গুরুদয়াল সরকারি কলেজ, ওয়ালী নেওয়াজ খান কলেজ, হয়বতনগর এ.এইউ কামিল মাদরাসা, আল জামিয়াতুল ইমদাদিয়াসহ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্ররা মিছিল নিয়ে কলেজ মাঠে জড়ো হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্সসহ আরও অনেকে।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্যাডে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ও আরিফ সোহেল স্বাক্ষরিত ৩২১ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদি একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং