কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে।
শনিবার, ৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে কিশোরগঞ্জ জেলার প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসার ড. এস,এম,এ ফায়েজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়েল প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসার ফেরদৌস হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক পলাশ রহমান, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোজাম্মেল হক, জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেট রোকন রেজা, ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট উম্মে কুলছুম রেখা প্রমুখ।
বক্তাগণ জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উৎসবে বিদ্যালয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। উৎসবে বিদ্যালয়ের প্রায় পাঁচশতাধিক বর্তমান শিক্ষার্থীসহ কয়েক হাজার সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। যারা দেশের বিভিন্ন জায়গায় অত্যান্ত সুনামের সাথে তাদের নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। সুবর্ণজয়ন্তী উৎসবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে অত্যান্ত খুশি।
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।
Leave a Reply