ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার, ২৯ জানুয়ারি বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি বিডিচ্যানেল ফোরকে নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান।
গ্রেফতার দুইজনের মধ্যে রাজারাম ভাঁশফোর (৩৬) উপজেলার পৌর শহরের চরনিখলা পাঠবাজার পুকুরপাড় এলাকার সন্তোষ রামের ছেলে ও মতিলাল গৌড় (৪৭)একই এলাকার রাম প্রসাদ গৌড়ের ছেলে। এই দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজারাম ও মতিলাল দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির মাধ্যমে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বুধবার স্থানীয়রা রাজারামের বাড়ীতে চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ঘেরাও করে থানা পুলিশকে অবহিত করে। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০লিটার দেশীয় চোলাই মদ ও ১০১ লিটার মদ তৈরীর সরঞ্জাম জাওয়া উদ্ধার করে।
এঘটনায় এসআই কমল সরকার বাদি হয়ে অবৈধভাবে মাদক দ্রব্য চোলাই মদ, মদ তৈরীর উপকরণ জাওয়া ও বিক্রয় কাজে সহায়তা করায় ঈশ্বরগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এএকেএম হারুন-অর-রশিদ বলেন, ‘দীর্ঘদিন যাবৎ রাজারাম ও মতিলাল পৌর এলাকার পাটবাজারে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। এতে আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ওদের কবলে পড়ে ধংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ফলে তারুণ্য আজ নেশাগ্রস্ত, মুখ থুবরে পড়েছে তাদের ভবিষ্যত সম্ভাবনা। মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকদের নিয়ে মাদকারবারির আস্তানা ঘেরাও করে থানা পুলিশকে খবর দেই। ভবিষ্যতে মাদক-বিরোধী আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ১০লিটার চোলাই মদ ও ১০১ লিটার মদ তৈরীর কাঁচামাল সহ মাদক ব্যবসায়ী রাজারাম ও মতিলালকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জুয়া ও মাদকের বিরুদ্ধে আমরা জিরো-টলারেন্স। জুয়া, মাদক সেবনকারী ও ব্যবসায়ী যেই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ওসি।
Leave a Reply