ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার, ২৯ জানুয়ারি উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা: সারমিনা সাত্তার।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্কুল-মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মেধায় সৃজনশীল বিভিন্ন ধরনের আবিষ্কার ও গবেষণার বিভিন্ন নতুন নতুন উপকরণ মেলায় প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: সারমিনা সাত্তার বিজ্ঞান মেলার প্রতিটি প্রদর্শনী স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষন করেন।
এ বিষয়ে প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে নতুনভাবে গড়ে তুলতে পারবে এবং নানাবিধ আবিষ্কারের মাধ্যমে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। এসময় মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply