কিশোরগঞ্জের একমাত্র পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৭ জানুয়ারি বেলা ১১টায় স্কুলের সভাপতি শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিুকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা একেএম নাদিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মমতাজ বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সা।দিা রুবায়াত, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোজাহিজুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানারা আক্তার ও মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী।
মশাল প্রজ্জ্বলনের মাধ্যম শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশ গ্রহণ করে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply