কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রাম পুলিশের দফদার ও চৌকিদারদের সাথে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।
বুধবার ১৫ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম।
এসময় উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।
পরে তিনি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃ স্কুল এবং আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে তিনি কুলিয়ারচর বাজারস্থ বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Leave a Reply