কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ২৫ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ২ জনের মধ্যে রাশেদ খান(২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকার আব্দুল আলিম খানের ছেলে ও জাকির (২০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে।
রবিবার, ১২ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কটিয়াদী পৌর শহরের দড়ি চড়িয়াকোনা সাকিনস্থ জনৈক আইনুল হকের মুদি দোকানের সামনে ভৈরব টু কিশোরগঞ্জগামী গামী মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান,র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply