ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জামাতে ইসলামী পৌর শাখার যুব বিভাগের উদ্দ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার, ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আরিফ খান। এছাড়া মিনহাজুল হক উসমানি ও আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সহযোগিতায় যুব বিভাগের প্রায় ৩০জন সদস্য উক্ত অভিযানে অংশ গ্রহণ করেন।
তিন ঘন্টাব্যাপী অভিযানে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বিভিন্ন ধরনের ময়লা -আবর্জনা পরিস্কার করে মাঠটির সুন্দর পরিবেশ বজায় রাখা হয়। এ ধরনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অভিযান পরিচালনাকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে স্থানীয় জনতা।
এ বিষয়ে থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আরিফ খান বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর আমাদের পরিবেশ, রক্ষা করার দায়িত্ব আমদেরই। তাই পরিবেশ রক্ষায় সকলকেই এগিয়ে আসতে হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply