কিশোরগঞ্জের হোসেনপুরে স্টুডেন্টস ফোরামের উদ্যোগে বিশেষ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৮ ডিসেম্বর হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে হোসেনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ২৪-এর জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরা এবং দেশপ্রেমে তাদের উজ্জীবীত করা।
রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং জাতীয় ইতিহাস সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করেছে। হোসেনপুর স্টুডেন্টস ফোরাম সংগঠনের এমন কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের প্রতি আরও দায়িত্বশীল করে তোলাই মূল লক্ষ্য। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সদস্যদের সহযোগিতা ছিল প্রশংসনীয়। এই আয়োজন দেশপ্রেম ও সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের দেশের প্রয়োজনে এগিয়ে আসতে অনুপ্রেরণা জাগাবে।
রচনা প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তানভীর হাসান জিকো ও স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম ও হোসনপুর স্টুডেন্টস ফোরামের উপদেষ্ঠাবৃন্দ ও সকল সদস্য।
Leave a Reply