ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার পিস ইয়াবাসহ মো.ইব্রাহিম খান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ২৬ডিসেম্বর রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক বিক্রির সময় তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
ইব্রাহিম খান ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামের আ: মোতালিব খানের ছেলে।
শুক্রবার,২৭ ডিসেম্বর দুপুরে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ আহমেদ প্রেসবিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুত্রে জানা যায়, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার এসআই মো. নূর আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ইব্রাহিম খানকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করে এসময় তার সাথে থাকা আরেকজন পালিয়ে যান।
শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্দাইল থানায় মামলা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ আহমেদ বলেন- জুয়া ও মাদকের বিরুদ্ধে নান্দাইল মডেল থানা জিরো টলারেন্স গ্রহণ করেছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply