ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা।
Leave a Reply