কিশোরগঞ্জ আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক জহর লাল গাংগুলি পরলোকগমন করেছেন
Seejan Ahmed
প্রকাশিত:
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
৫৭
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক জহর লাল গাংগুলি নূতন পল্লী নিবাসী আজ ভোরে পরলোকগমন করেন তার অন্ত্যোষ্টিক্রিয়া : দুপুর ১:৩০ মিনিটে শশ্মান ঘাট, আমলীতলায় অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে ছাত্র –শিক্ষক ও নানা পেশার মানুষ্।
Leave a Reply