কিশোরগঞ্জ জেলার ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল বেজড ডায়লগ দূর্যোগ ও জলবায়ূ পরিবর্তনের উপর ভিত্তি করে স্কুল শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করণে এক প্রোগ্রামের আয়োজন করা হয়।
রবিবার, ১৫ ডিসেম্বর সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার।
অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রায় তিনশত শিক্ষার্থী উপস্থিত ছিল। দূর্যোগ ও জলবায়ূ পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের দূর্যোগ ও জলবায়ূ পরিবর্তনের উপর বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করে বিজয়ী বিজীতা ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া সাধারণ শিক্ষার্থীদেরকে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়। তখন ডব্লিউ এল.সি.আর প্রকল্প পপির ফিল্ড অফিসার রহুল আমিন, ফিল্ড ফ্যাসিলিস্ট প্রভাতী রানী, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষীকাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply